গৃহ শিক্ষকের বিকল্প একমাত্র সহায়িকা এডুকেশন বুয়েট, মেডিকেল ও ঢাবি টপারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রচিত নেটওয়ার্ক গৃহ শিক্ষকের বিকল্প দেশের একমাত্র সিরিজ আসপেক্ট সিরিজের বই পড়ো, ভর্তি প্রস্তুতিতে এগিয়ে থাকো। বইয়ের প্রতিটি অধ্যায় সহজ-সরল ও অভিনব কৌশল, প্রতিটি প্রশ্নর বিশদ ব্যাখ্যা, একই তথ্যের একাধিক উপস্থাপনা, জটিল ও দূরুহ তথ্যকে ছক ও ছন্দে সাজানো যা অনেক কঠিকতর অধ্যায়কেও সহজ করেছে এবং এই অভিনব উপস্থাপনা শিক্ষার্থীদের হাজারো ঝামেলা থেকে মুক্তি দেবে। এছাড়াও রয়েছে জটিল সমস্যার বুদ্ধিদীপ্ত ও মানসিক সমাধান। আসপেক্ট সিরিজের ১ সেট বই পড়লে ভার্সিটি মেডিকেল এবং বুয়েটে চান্স পাওয়ার সম্ভাবনা সুনিশ্চিত।